বাক্স বন্দী করেই রেখেছি পরিচয়
আর জানাই না নাম ধাম ঠিকানা
আগে জানিয়েছি, জানানো হয়েছি সার
কেউ কি করেছে এই ঠিকানায় নিশানা!


দূরে সরিয়েছি সব অপেক্ষা প্রতীক্ষা
জীবন কেন্দ্রে এখন লেখার ভাবনা
অভিজ্ঞতাকে তুলেছি সাজিয়ে প্রতিদিন
কথাই হয়েছে বেঁচে থাকবার প্রেরণা|


কি আমার পরিচয়, ভেবেই তো চলেছি
কি বিশেষ আমি, যা তোমার মাঝে নেই!
মানুষ বলে কি গণ্য হই না দুজনে!
কি হবে পৃথক পরিচয় নিয়ে, ভেবে যাই|


সকলে ভুবনে, সকলের শিরে ছাদ
সকলের মনে একই কামনা বাসনা
সকলের আসা যাওয়া এক পথ ধরে
পরিচয় নিয়ে কেনই ভিন্ন ধারণা!


সবাই কি চাই একটা বিশেষ পরিচয়!
চাই কি ছুঁতেই খ্যাতির শীর্ষ সীমানা!
হয়ত বা তাই, তাই কি এতো সমস্যা!
কেন ভাবি এতো, ঠিক কি আমার ভাবনা!


কেন এ জীবন! তার ধারণা তো নেই
কেন হয় চলে যেতে, সেটাও কি জানি!
শান্তিকে পেতে ছেড়েছি লাভের অংশ
সুখ্যাতি নিয়ে করিনি তো কানাকানি|


খ্যাতি সুখ্যাতি বাড়লে তো খুব ভালো
উত্তম কাজ হলেই বাড়বে, নিশ্চিত
এতে দম্ভের স্থান কি আছেই, বলো তো!
মনুষ্যত্ব থাকাটাই হলো আসল জিত|