পরিপূর্ণ জানা।
।।সুবীর সেনগুপ্ত।।


অংশকে জেনে, যেটা সন্দেশ
সেটাও তো ভগ্নাংশ
বাকী অংশের সন্দেশগুলো
পরে হতে পারে কংস।


নিকটে আসব, যত সম্ভব
নাহলে জানব কি করে!
একেবারে সব, জেনে নিতে চাই
ভাবব জানার ওপারে।


দূর থেকে জানা, গভীর হয় না
ফাঁক থেকে যায় জানাতে
এই ফাঁকগুলো, খালিও থাকেনা
ভরেও কানাতে কানাতে।


আজকের জানা পূর্ণ হয় না
পূর্ণতা পায় একদিন
ততদিন ধরে, জানা অপূর্ণ
জীবন চলে না মসৃন।


প্রয়োজন হলে, জানা হয়ে থাকে
প্রয়োজনই পুরো করতে
টুকড়ো টুকড়ো জানাগুলোতেই
নির্ণয় ভরা ভুলেতে।


আজকে অজানা, কাল হবে জানা
হতে পারে দূর থেকে
সে জানা কি নয়, ক্ষণিকের জানা!
সে জানা কি হয় ঠেকে!


নিকটে এসেই, নিকটে থেকেই
জানা হবে পরিপূর্ণ
সেই জানা থেকে, ভাবনার পথে
গতিরোধ হবে শূন্য।