//পরষ্পরের আজ নেই তাড়া//


আমি তো তোমার নই
কী করে আমার হবে তুমি!
সংশয় আছে মনে
তাই এই প্রশ্ন করি আমি।


আমার এই প্রশ্নে
দেবে না যে সায়, আমি জানি
তাও কি মানতে পারি
প্রশ্নটা ছিল মনমানি!


আমাকে তোমার করো
তারপরে চেয়েই জানাও
তখন আর বাধা নেই
বাড়িয়ে দেবই হাত, জেনে নাও।


প্রত্যাখ্যানে ভয়!
নিশ্চিত এসে যায় সংশয়
যখন সে ভয় নেই
তোমার উপস্থিতি আমার ছায়ায়।


বাড়ালে যখন হাত
ধরলাম সেই হাত দুটি
তোমার হলাম আমি
তুমিও আমার হয়ে স্থিতি।


দুই প্রাণ দুই মন
এক দলে দুই তন
মিলেমিশে গেলো ভাবধারা
পরষ্পরের আজ নেই তাড়া।


সুবীর সেনগুপ্ত