বয়স হয়েছে, তাই আমি আজ বৃদ্ধ
বৃদ্ধ হয়ে কি সোনা হয়ে গেছি নাকি!
আমি সোনা নই, কিন্তু বেঁচে তো আছি
বেঁচে আছি মাথা উঁচু করে, নয় কি!

সকলেই বলি, বয়স্করাই বৃদ্ধ
এক-আধজন, বলি বৃদ্ধরা সোনা
সোনা বা তা নয়, এর গুরুত্ব নেই
তবে নিশ্চিত, নই তো নকল সোনা|

কেউ বলবে না, যুবক কখনো বৃদ্ধ
কিছু যুবকের, ব্যবহার এতো উদাসীন
উঠতি বয়সে, কেন তারা এরকম!
এর কারণ কি আছেই, মনে আসীন!

কোনো কচি মন, যদি হয়ে যায় বৃদ্ধ
এমন হলে তো, বৃদ্ধ বলবো তাকে
অনেক বয়সে যাঁরা বয়সকে ভুলে যায়
তাঁরা তো যুবক, সতেজ মনের ফাঁকে|

কাগজে কলমে, বয়স্করাই বৃদ্ধ
পড়বে না শিশু, এই ছাঁচে কোনোদিন
নবীন প্রবীণ, অনুভূতিতেই থাকে
এই ধারণাও  অতি পুরাতন, নয় অচিন|