অভিসারের পেয়ালায় অভাব ডুবিয়ে
ভাসিয়ে দিলাম নিজেকে
যথেচ্ছাচারের স্রোতে…
লাভ ক্ষতি থাকলো দূরে
চোখের সামনে দুলতে থাকলো
এক রাশ সুখ|
সেই নয় শুধু
সঙ্গী হলো মদিরা আর কবিতা
সব নিয়ে পৌঁছে গেলাম
সুখানুভূতির শীর্ষে|
শীতল রক্ত উষ্ণ হয়ে
আহবান করলো আমায়
সেই এক জগতে
যার দেখা পাইনি আমি
নিজেকে নিঃশেষ করে
কর্মের অরণ্যে|
ক্ষণকালের জন্য আমি মুক্ত
জ্বালা যন্ত্রনা থেকে|
অভিসার থাকুক বেঁচে
আমার জন্য আমৃত্যুজীবন|