জন্মান্ধ হয়ে পেয়েছি অন্তহীন অনুভূতি
দৃষ্টিহীন আমার জীবন
তাই স্বপ্নকে করেছি আমার সারথী|


সৃষ্টির অগোচরে যত ভাঙা-গড়া
সব জানা হয়ে যায় আমার
শব্দই আমার হয়ে থাকে সঙ্গী
ভুল হয়ে যায় কি বিচার!


অর্থহীন দর্পণ
জীবন যাপনের পথে
নয় অন্তরায়...
আমার যাত্রা পথে
তোমাদের ঘৃণা শুধু
আমাকে কাঁদায়|


পাপ নয়, পুন্য নয়
বিলাসিতার ছায়া নয়
করুনার ভিক্ষা নয়
তবু আমি অবহেলার শিকার...
তাও আমি বেঁচে আছি
কভু আনন্দে নাচি
তোমাদের কাছাকাছি
কেড়ে নিও না মম অধিকার|