পাখিটাকে ডাকি, আয় কাছে আয়
পাখিটা তো শুধু, ভয় পেয়ে যায়
কাছে যাই, ওকে ধরবো বলেই
পাখিটাও ওড়ে, দূরেই পালায়|


ওকে ভালো লাগে, বোঝাতে পারি না
এতো বোকা কেন, পাখিটা বুঝি না
পাখিটা কি বোকা, না কি আমি বোকা!
কোনটা সত্য, বুঝতে পারি না|


ওতো পাখি, হবে কি করে যে সখি
আমার মতন, ওতো নয় দুখী
খোঁজা তো আমার, ও তো খুঁজছে না
মুক্ত গগনে, উড়েই তো সুখী|


পাখিটা তো, পাখি হয়ে জন্মেছে
প্রধান কাজটা, করতে শিখেছে
তার উন্নতি, এখানেই শেষ
এতে আফশোষ, তার কি হচ্ছে!


আমি আফশোষ, করেই মরছি
পাখিটাকে বোকা, কেনই ভাবছি
একি ধৃষ্টতা, না কি আরও কিছু
মানুষ হয়ে কি, গর্বে ডুবেছি!


সারাদিন ধরে, উড়েই বেড়ায়
কিচির মিচিরে, ভুবন ভরায়
চাহিদার কোনো, আগ্রহ নেই
সংস্কারহীন, জীবনের দায়|


পাখিটাই সাথী, হোক না আমার
এমন সাথীর, খুব দরকার
যার আশা নেই, ভাষাও তো নেই
ভরেই রাখবে, খুশীর আধার|