অবেলায় প্রেম করে
পেলে কিঞ্চিৎ সুখ আর ভালোবাসা...
বিসর্জ্জন দিলে সেই স্বাধীনতা
যাকে সম্বল করে কাটিয়েছো
দুই তৃতীয়াংশ যাত্রা পথ|
বন্ধনহীন দিনগুলোতে
অবলীলাক্রমে পূর্ণ করেছো সব ইচ্ছা...
ভেঙেছো সব দীর্ঘ প্রাচীর অনায়াসে...
পারলে না রক্ষা করতে নিজেকে
চিরাচরিত বন্ধনের গ্রন্থি থেকে|
বন্দী করলে আপন স্বত্বা
অদৃশ্য জালে ঘেরা বন্দীশালায়|
মুখ হয়ে কাটাচ্ছ
এক তৃতীয়াংশ যাত্রা পথ|
এখন চাইছো
এই সুখের হোক অবসান!
কিন্তু সে যে বড় শক্তিমান|
একবার কাছে এলে, দেয় না মুক্তি|
তাকেই বানাও না শেষ শক্তি!
তার উপরেই ভর করে
করো না মরণ কে আহবান|
শুধু হোক দুই তৃতীয়াংশ অম্লান|
***********