তাজা আনন্দ
ছিল আনন্দ কালকের রাতে
আজ সেটা হয়ে গেছেই পুরোনো
আজকে নতুন আনন্দ চাই
যাতে সতেজতা থাকবে জড়ানো|


কেন আনন্দ কাল হয়েছিল!
একটা কারণ ছিল নিশ্চয়ই
সে কারণটা কি, আজকে হবে না!
না হলে, অন্য কারণে যাবই|


প্রতিদিন আয়, ব্যয় প্রতিদিন
আয় ও ব্যয়ের, কারণ কি নেই!
সেই কারণেই হোক আনন্দ
হয় না, তাই তো, মন খোঁজাতেই|


বিশেষ কারণে, গড়ে আনন্দ
প্রতিদিন নেই, বিশেষ কারণ
পাওয়া মুশকিল, তাজা আনন্দ
পুরোনো নিয়েই, খুশী থাকে মন|


পুরোনো কারণ, দেয় আনন্দ
আবার কখনো, দিতেও পারে না
যদিও বা দেয়, অনুভূতি কম
আসলের মত হতেই পারে না|


বিশেষ কারণ, অনেক যে নেই
ধেয়েও আসে না, রোজ আনন্দ
এই কারণটা, মানতে পারি না
ভাবনাতে, অকারণ আনন্দ|


কারণবিহীন, আনন্দ হয়
কি ভাবে যে হয়, শেখানো যাবে না
মানো বা না মানো, আমি তো পেয়েছি
এটা তো মনের তীব্র বাসনা|