যে দিকেই ঢালু,  সে দিকে গড়াবে জল
কোনো এক কণা যাবে না উঁচুতে
প্রবাহে হবে না ছল |


সবাই যা করে, আমিও সেটাই করবো
কেন এই করা, ভাববো না আমি
জলের মতোই গড়াবো|


কাজ তো মানে না, জলের মতন প্রবাহ
কাজ মেনে চলে অনেক কারণ
কারণই আসল মোহ|


একটা শেয়াল, ডাকলেই সব ডাকবে
শেয়াল ভাবে না মানুষের মত
কারণ কি খুঁজে চলবে!


মানুষ কি আর, শেয়ালের মত প্রাণী!
কেউ মানবে না, এই বিবেচনা
কেন মানবে না জানি|


জল বা শেয়াল, হবে না মানুষ কখনো
তবুও মানুষ ধাওয়া করে দল
না এনে ভাবনা কোনো|


অনুকরণ আর, অনুসরণ এর সঙ্গে
মানুষ বোধহয় করেছে সন্ধি
ভেসেও যায় তরঙ্গে|


জীবন একটা, তরঙ্গেরই অংশ
গড়ছে ভাঙছে যখন তখন
বেশীটাই ভগ্নাংশ|


আমি সামান্য, তোমরা কি আর ভিন্ন!
সব্বাই তার নিজ মত নিয়ে
গড়ছে জীবন অন্য|


একলা চলা কি, সম্ভব হবে মানুষের!
হয় না, তাই তো দল সন্ধান
নেই তো কিছুই দোষের|


জল এরই মতন, মানুষের চলা নয় কি!
তাই তো হয়েছে সব অতীতেই
আজকে পৃথক হবে কি!


নিজ মত আছে, তাতে সন্দেহ নেই
নিজ মতটাও, দলেই সত্য
বাস্তব এটা বলবেই|