মুহূর্তেই ছুটে যায়
মন থেকে কথাগুলো
কিছু মনে বিঁধে যায় অবধারিতই...
ছুটে আসে কিছু কথা
করে ফেলে অক্রমণ
কথার যুদ্ধে আমি পরাজিত হই|


ধারালো অস্ত্র নেই
নেই কোনো গোলাগুলি
শান্ত পরিবেশ কেন যুদ্ধের কবলে!
কথা কি শক্তিমান
তাই তো প্রমান করে
কথাকে রাখতে হবে মনের আড়ালে|


গড়ে ওঠে কথাগুলো
ধরে রাখি এই মনে
সিংহ-ভাগ খেলা করে নিজস্ব মনে...
কিছু অনুমতি পায়
সেগুলোও ছুটে যায়
প্রত্যাবৃত্ত কথা আর বেঁধে না পরানে|


মেপে মেপে কথা বলা
আমি শিখে নিয়েছি
যুদ্ধের পরিবেশ দূরে চলে গেছে...
অযথা গড়ে না কথা
বেরিয়ে যায় না ছুটে
শান্তিপূর্ণ জীবনের গঠন হয়েছে|


কথার নিয়ন্ত্রণে
কার্যকরতা বাড়ে
সূক্ষদৃষ্টি বুঝিয়েছে সারমর্ম...
সীমানার মাঝে কথা
প্রমাণিত নির্ভুল
অনায়াসে চলছেও সর্ব কর্ম|