যে ঝড়ে গাছের পাতাও নড়ে না
উড়েও যায়না কাঠ খড়…
সে ঝড় আসবে, আমি তো ভাবিনি
করবে জীবন তোলপাড়|
এই ঝড় আসে, অনপেক্ষিত  
তেমন তো চলে যায় না…
ঝড়ের প্রকোপ, চলতেই থাকে
এ ঝড় থামতে চায় না|
ঝড়ের প্রকোপ, আরো আসুক না  
সেটাই এ মন চাইছে…
এই প্রকোপের, যে সম্বেদন
আনন্দে মন রাখছে|
থামেনিত ঝড়, শান্ত হয়েছে
জানি কভু থামবে না…
এ ঝড় যতই, করছে আঘাত
ততই জাগছে প্রেরণা|
ঝড় এসেছিল, দিয়েছিল খুশী
ক্ষতি কিছু করেনিতো..
হয়েছিল মন, মাতাল সেদিন
এখনো হয়, তা জানিতো|
ঝড়ের প্রকোপ, হারিয়েও গেছে
প্রভাব রয়েছে এখনো…
সেই প্রভাবেই, ভরছে অভাব
সে ঝড় আমার রত্ন|
এ ঝড়ের সাথে, পরিচয় হলে
পরিচয় হয় স্থায়ী…
এটা যে সত্য, আমি সেটা মানি
এ জীবন অনুযায়ী|