রাত্রির সাথে, সন্ধি করতে চাই নিশ্চিত
এটা রোজ করি, আর মনে করি এই উচিত|


রাত্রির সাথে, কলহ,আমার ঝুলিতে নেই
ভালোবাসা, ফুটে ওঠে রাত্রিতে সহজেই |


শান্ত রাত্রি, বাড়ায় আমার আসক্তি
এই আসক্তি, বিদ্বেষ থেকে দেয় মুক্তি|


আঁধারেই করি অভিযান, নিয়ে স্বচ্ছ মন
মনে হয় না তো সফলতা, এক কঠিন পণ|


নিশীথ আমার ভাবনার, উপযুক্ত ক্ষণ
রাত্রি আমার, প্রেরণার উত্তম কারণ|


রাত্রির কোলে, ভরা আছে যত রহস্য
এই রহস্য, ভেদ করাই তো উদ্দেশ্য|


প্রত্যেকদিন রাত্রি, তবুও ভরা মোহ
উদ্বেগহীন, শান্তি আসেও প্রত্যহ|


মেজাজের কাছে, সব রাত্রিই আকর্ষণ
আবছায়াগুলো , মনের খাদ্য সর্বক্ষণ|


সব রাত্রিই আমার বন্ধু, অতিথি নয়
রাত্রিতে সব নির্ঝঞ্ঝাট, রাগ হারায়|


ধৈর্যের সাথে, করি অপেক্ষা প্রতিদিন
রাত্রি এলেই, পরমানন্দ বাজায় বিণ|