তোমার জন্য একটা রাত্রি
একটা রাত্রি, আমার জন্য
এমন হয় না, তাই তো বলছি
রাত্রিটা হোক, শুধুই বন্য|


রাত্রি সবার, তোমার আমার
রাত্রি কামনা, কিংবা অসার
কে চায় রাত্রি, আর কে চায় না
রাত্রিকে ধরে, রাখাও যায় না|


রাত্রি যে আছে, নিয়মের ঘরে
চলছে পৃথিবী, এ নিয়ম ধরে
পৃথিবী চলছে, চলছি আমরা
থামলে পৃথিবী, সব গড়বড়ে|


আছে কি কিছুই, তোমার আমার!
যা কিছুই আছে, সবই তো ধরার
তুমি আর আমি, সব নিমিত্ত
হবই লুপ্ত , হব নিরাকার|


রাত্রি বা দিন, যা কিছুই হোক
দেখবেও, সকলের দুই চোখ|
বেঁচেও থাকবে, প্রকৃতির দানে
'আমার', 'তোমার', ভোগ দুর্ভোগ|


রাত্রি আমাকে, যা কিছুই দেয়
তা নয়, পক্ষপাতের পাতায়|
তোমার পাওয়াও, অনুরূপ ছবি
অবিনশ্বর, কিছুই যে নয়|


জীবনের কি যে সংজ্ঞা, কে জানে!
এই ভাবনাই, বিবেকটা টানে
অবসর আছে, তাই তো ভাবনা
এর থেকে চাই, মুক্তি পরানে|


ভাবতেই পারি, রাত্রি আমার
এই ভাবনার, কোথায় আকার!
আকারপূর্ণ, ভাবনা কি আছে!
প্রহেলিকা ভরা, এই সংসার|