বিষাক্ত মন, বিধির বিধান নয়
বিকৃত করে, সমাজের অভিমান
বিষাক্ত মন, সৃষ্টি কেন যে হয়!
স্বার্থ কি হয়, এর প্রধান কারণ!


সুন্দর দিয়ে, গড়া বিধির বিধান
এই বিধানের, পরিধিতে সব প্রাণ
কেন সব মন, হয় না যে সুন্দর!
বিষাক্ত মন, ঝালাপালা করে কান|


স্বার্থ কি নয়, বিধির এক বিধান!
নাই যদি হবে, কেন যে বিদ্যমান!
কেন চলে যায়, এর বিপরীতে মন!
বিষাক্ত মন, হয় না কি সমাধান!


কেউ তো করে না, বিষকে নির্বাচন
কেন মনটাকে, করে বিষাক্ত বন!
এর জবাব তো, জানবেও সেই মন
শেষে পরিণতি, বিষে বিষে ভরা তন|


বুদ্ধি ছাড়া কি, আছে কিছু মানুষের!
বুদ্ধি দিয়েই, চলতে থাকে জীবন
'করো বিষাক্ত', বলে না কি বুদ্ধি!
বলে বলেইতো, এ পথে হয় গমন|


বিষক্ত মন ভালো নয়, জানা কথা
সময়ে এ কথা, কোথায় হয় স্মরণ!
সময় লাগে না, মন বিষাক্ত করতে
এ কি যন্ত্রনা, জুড়ে আছে এ জীবন|