জিজ্ঞাসা যদি, ভাসা ভাসা হয়
উত্তরগুলো, হবে না তো ঠাসা…
ফাঁকি থেকে যাবে, কোনো জায়গায়
আর জিজ্ঞাসা, হারাবেও আশা|
কৌতূহল তো, থাকতেই পারে
করতেও পারে, কেউ তো প্রশ্ন…
প্রশ্নটা যদি, না বোঝাই যায়
হয়েও তো যাবে, অর্থশূন্য|
কি জানতে চাও, জানাতেই হবে
গুছিয়েও সেটা, বলতেই হবে…
জবাব আসবে, এখন বা পরে
আর না এলেও, মানতেও হবে|
সব প্রশ্নের, জবাব তো নেই
কারণ, কেউ তো জানেনা জবাব…
এতে অনুতাপ, করাটাই বৃথা
মানলেই হবে, সময়ের লাভ|
যাকে তাকে করা, যায় না প্রশ্ন
হ্য্নাও সেটা, যেখানে সেখানে…
এই প্রক্রিয়া, আমরা গড়েছি
গড়েছি প্রকৃত, জানার কারণে|
যত জিজ্ঞাসা, ততই তো জ্ঞান
প্রথমে তো আসে, মনের ভিতরে…
তারপরে নেয়, প্রশ্নের রূপ
উত্তরও এসে, মন খুশী করে|
যত কিছু জানি, কেউ কি জানায়!
অনেক কিছুই, জানি বই পড়ে…
এ ছাড়াও আছে, অন্য উপায়
ইচ্ছা হলেই, জ্ঞান যাবে ভরে|
জিজ্ঞাসা হবে, ইঙ্গিত ভরা
উত্তরদাতা, বুঝতে পারবে…
সাড়াও যা পাবে, হবে মনমত
প্রসন্নতায়, মনটা ভরবে|
জ্ঞানের সূচনা, জিজ্ঞাসা থেকে
জিজ্ঞাসা আর, প্রশ্ন উপম…
দুটোর একটা, করতেই থাকো
বেড়ে বেড়ে জ্ঞান, থাকবে না কম|