স্বপ্নের পাখী, কথা বলে যায়
আর সে কথায়, ঝরে শুধু হাসি...
সে হাসির থেকে, প্রেরণা নিয়েই
এই সংসারে, কেউ নয় দাসী |


পাখী কথা বলে, সাথে ফুল দোলে
ডালে ডালে পাতা, আনন্দে ঢং...
প্রকৃতিতে সুখ, চারিদিকে ভাসে
যে দিকে তাকাও, রঙ আর রঙ |


পাখী কথা বলে, কার সাথে বলে!
যা কিছুই আশেপাশে, তার সাথী...
এলে অনুরোধ, পাখী গান গায়
হর্ষ জড়িয়ে, চলে মাতামাতি |


পাখী কথা বলে, বলতেই থাকে
কথা শুনে হয়, শান্তিতে ঘুম...
পাখী নিয়ে আসে, মধুর প্রভাত
কর্মে ছন্দ, রুম ঝুম ঝুম |


স্বপ্নের পাখী, আসে না তো দিনে
খুঁজে খুঁজে, হয়রান হয়ে যাই...
খোঁজার অন্তে, এসে যায় রাত
চোখ বুজলেই, পাখীর সানাই |


স্বপ্নের পাখী, আমার আশায়
বাস্তবে যাকে, দেখতে পাই না...
আমার জীবনে, স্বপ্নই সার
স্বপ্নকে ভুলে, থাকতে চাই না |