কি নিয়ে এসেছি, ভুবনের মাঝে
কি নিয়েই যাব, তাও জানা আছে...
তবু সংগ্রহ, চলছে গতিতে
জীবনের গতি, বেড়েই চলেছে|


জীবন হলেই, চলতে তো হবে
মন্থর চলা, সেটাও চলা তো...
গতি চাই কেন, বিরাট প্রশ্ন
গতিতে চলা কি, জীবনের ব্রত!


ধীরে বা গতিতে, সবাই এগোয়
না এগিয়ে কোনো, উপায় যে নেই...
বেশী সংগ্রহে, এগোনো কি বেশী!
কখনো হয় না এমন ধারাই|


কম সংগ্রহে এগোনো কি থামে!
থামতে পারে না কোনো একদিনও...
কিন্তু এটাও বুঝতে তো হবে
কিছু সংগ্রহ, প্রয়োজন, জেনো|


জীবন এগোবে, বৃত্তের মাঝে
ভুবন যে গোল, সবাই মানব...
এগিয়ে এগিয়ে, শুরুর সে স্থানে
একটা সময়ে, পৌঁছেও যাবে|


তবুও যে মন, ভরা সংগ্রহে
ছাড়তে পারি না, গতির প্রভাব...
গতিতেই চাই, মুখ্য গৌণ
আসলে এটাই, হয়েছে স্বভাব|


সংগ্রহ কিছু, হয়েই তো যায়
গরীবের হয়, হয় আমীরের...
বেশী সংগ্রহ, কম সংগ্রহ
কিছুই হয় না, সাথী মরণের|