বলছি কথা, ভাবছি ডাকবে কেউ
আমার কথায়, উঠছে না যে ঢেউ|


আমার কথায়, সেই তো একই শব্দ
তোমার কথায়, যা আছে আবদ্ধ|


আমার কথার, অর্থ কি হয় অন্য!
তাই কি হয় না ভালো, তোমার জন্য!


আমার কথার মধ্যে, আমার মন
শুনলে তবে বুঝবে, আমি কেমন|


আমার কথা, শুধুই যে নয় কথা
আমার কথা, আমার কর্মে গাঁথা|


আমার কথায়, আছে মর্মের স্থান
বিশ্বাস নিয়ে, তাই কি গাইছি গান!


আমার কথা, সবুজ গাছের প্রাণ
এই মুহুর্ত্তে, প্রমান হবেই মান|


আমার কথায়, বর্তমানের স্পর্শ
খুঁজলে, তাতে, পাবে না আমর্ষ|


আমার কথার, মূল্যায়ন কে করবে
সে আমি নই, নিশ্চিত তুমি জানবে|


আমার কথার, চাই না গুণবাদ
খুশীই হবো, একটু পেলেই স্বাদ|


আমার কথা, তোমার কথা চলবে
যেমনি হোক, ঢেউ তো কথায় থাকবে|


আমার কথা, শুনবে কি না শুনবে
তোমার ব্যাপার, তুমিই তো ঠিক করবে|


বলছি তবু, শুনেই নাও একবার
শুনলে, তোমার হবেও না তো হার|


আমার কথার, নিন্দা করলে করো
নুন্যপক্ষে, ভাবনাতে তো ধরো|


শোনার পরেই, নিরূপণ তুমি করবে
আমায় তুমি, ডাকবে কি না ডাকবে!