জীবনের দাম, কত হতে পারে!
যতই হোক না, জানবে কি করে!
জানার উপায়, খুঁজেই পাই না
যে ভাবেই করি, হিসাব মেলে না|


প্রতিটি জীবন, এক ভাবে গড়া
পৃথক দাম তো, হতেই পারে না|
তবুও সমাজে, কত শত দাম
কেন শত দাম, বুঝতে পারি না|


যার জীবনের, দাম খুব বেশী
কেন খুব বেশী, বলতে পারো কি!
সেও যা যা করে, সবাই তা করি
পৃথক দাম কি, আসল না মেকি!


সব জীবনের, মূল্য সমান
শ্বাস প্রশ্বাসে, আছে প্রতি প্রাণ
মিলে আর মিশে, সবাই চলুক
দাম বেশী কমে, কোথায় প্রমান!


মানুষের প্রাণ, তাই তো জীবন
জীবন কি নয়, সব জানোয়ার!
তাদের প্রাণের, দাম সব এক
শুধুই মানুষ, দামে সোচ্চার|


জীবনের দাম, হয় না টাকায়
না হয় নিয়েও, কাজের বিষয়
জীবনের দাম, জীবনেই হয়
যে জীবন আসে, সেই চলে যায়|


প্রশ্ন ওঠেই, জীবন কি দামী!
তুলনামূলক, জবাব চাই না
কম ধনশালী, হলেই সস্তা
একি মানা যায়! তোমরা বলোনা!


জীবনের দাম, খোঁজাটাই ভুল
সৎ কাজে মান, সকলের জানা
মান হতে পারে, জীবনের মূল
পরিমিত স্তিথি, দামের ঠিকানা|