স্মরণে তো আছে অনেক কিছুই
সেগুলো আজকে মূল্যবিহীন
স্মরণে আসবে থামানো যাবে না
করা তো যাবেই আলোচনাহীন|


স্মরণ হয় তো স্মৃতির থেকেই
এলোমেলো হয়ে স্মৃতি সঞ্চয়
স্মরণে কখন কে উঠে আসবে
বলা কি যাবেই নিশ্চয়তায়!


বহু পুরাতন স্মৃতি এসে যায়
কি ভাবে স্মরণে জানাই যায় না
সকালের কথা সন্ধ্যেবেলায়
অথচ স্মরণ করতে পারি না|


দেহের একটি অংশই মাথা
স্মৃতি আবদ্ধ তার পরিসরে
এই জ্ঞান নিয়ে চলছি সবাই
আর জানা নেই এর তো বাইরে|


স্মৃতি একেলার এবং দলের
দুটোর মধ্যে তুলনা হবে কি!
তুলনার কোনো প্রশ্নই নেই
স্মৃতি অদৃশ্য, স্মৃতি তো স্মৃতিই|


স্মরণ করার কারণ আসবে
স্মৃতি থাকলেই অতীতের ঘরে
স্মৃতি থাকবেই জীবন থাকলে
উঠেও আসবে স্মরণ কে ধরে|


দখলের মাঝে শুধু কিছু স্মৃতি
তুলে আনা যায় যখন তখন
কিছু কিছু স্মৃতি হঠাৎ হঠাৎ
এসেই কাঁদায় হাসায় এ মন|


যা হয় অতীত সেগুলোই স্মৃতি
ভালো বা মন্দ আমরাই গড়ি
গড়লেই হয় সব ভালো স্মৃতি!
যাতে উজ্জ্বল হয় সব বাড়ী|


স্মৃতি ও স্মরণ ভাবনার ক্ষণ
চাওয়া না চাওয়ার গন্ডীতে নেই
সকলের আছে স্মৃতি ও স্মরণ
সব একদিন হারিয়ে যাবেই|