নিজের কাছে কেনই হব মিথ্যে!
তাই হলেই তো সবচেয়ে বড় অপমান
তারপরেও কি ফুটবে মুখে হাসি!
এ মানসিকতায় পাই না তো খুঁজে সন্মান|


বলছি কেন নিজের কাছে মিথ্যে!
অন্যের কাছে মিথ্যে বলা কি পাবে মান!
মিথ্যেই হলো সবচেয়ে বড় ভুল
এর অনুকূলে থাকাটাই হবে অসম্মান|


মিথ্যেকে দিলে এই জীবনের মাঝে স্থান
বেঁচে থাকলেও যোবনের অবসান  
মিথ্যাবাদীরা করবে বিরোধ এই উক্তির
প্রচার করবে মিথ্যেই হলো সংস্থান|


একটু মিথ্যে না নিলে তো তুমি নির্বোধ
আছে নিশ্চয়ই বেশী অর্থের টান!
নিজের সুবিধা বুঝে না নিলেই মরবে|
এই দুনিয়ায় সবাই যে বেইমান|


চিন্তার ধারা এতো প্রকারের, বলার নয়
মানতে চায় না সদা প্রকাশ্য কান
মনে হয় যেন মিথ্যে বললে ছিমছাম|
অন্যথা হলে অর্থশূন্য এই প্রাণ|


যার যা ভাবনা সেই ভাবনায় নেই আমি
আমার ভাবনা সত্যেই করে স্নান|
সত্যকে সাথী করেই আমার এই জীবন
সত্য আমার জীবনের অভিমান|