যদি বহুদূরে চলে যায় রাত
সেটা হয়ে যাবে বড় সংবাদ
সংবাদ যদি চলে যায় দূরে
জীবন থামবে কোনো অবসরে |


সংবাদ কেন দূরে চলে যাবে!
এই জিজ্ঞাসা করাই কি যাবে!
সংবাদ ধীরে ধীরে কমে যায়
বয়েসের সাথে এটাই তো হয় |


যত মেলামেশা তত সংবাদ
বেশী ঘোরাঘুরি খবরের স্বাদ
অচল হলেই সংবাদ নেই
জীবন চলছে এই ধারাতেই |


বয়স বাড়লে কমে সংবাদ
কমতে কমতে হয় কুপোকাত
সংবাদ হলো বাঁচার সাধন
প্রত্যেকদিন চায় যে বরাত|


সংবাদহীন অদিতি অচল
অদিতি অচল, মানুষ অচল
বলাও তো যায় দিনের খাদ্য
এই খাদ্যেই মনটা সচল|


সংবাদ মানে ঘটনা প্রবাহ
ঘটনা কাছের, কিংবা দূরের
আছেই দুটোর খুব প্রয়োজন
এই প্রয়োজন প্রতিটি প্রাণের|


কথা বলা চাই, চাই আলোচনা
তার জন্যই চাই উপাদান
সত্য মিথ্যে সব রূপে আসে
জমে আলোচনা তর্কেও মান|


রাত্রিকে দূরে ঠেলাই  যাবে না
সংবাদ ধরে রাখাও যাবে না
রাত্রি আসবে প্রত্যেকদিন
সংবাদ গড়ে উঠবে স্বাধীন |