থাকতে চেয়েছিলে পাশে
বলতে চেয়েছিলে কথা
ভেবেছিলে থাকবে অনেক সুখে...
থাকতে পারো নি তো পাশে
কথা বলার প্রশ্নই নেই
সুখ হয়েছে, পরিণত দুঃখে|


এমন ধারায় প্রচুর জীবন
তোমার মতন তারাও সবাই
প্রচুর সুখের করেছিল আশ...
একই পথের সঙ্গী হয়ে
কাটায় জীবন ভাবের নায়ে
বদলে গেছে পুরনো বিশ্বাস|


জীবন চললে, কেউ তো পাশে
পেয়েও পাশে, কি অভিযোগ!
আপশোষ, তবু থাকেই জীবনে...
কেউ অনুতাপ, করেই বাঁচে
কেউ তো বাঁচে, নিয়ে পছন্দ
এই নিয়মেই, জীবন তপনে|


চাইলেই, সব যায়না পাওয়া
পাও না তুমি, পাই না আমি
কিছু তো পাই, সবাই চলার পথে...
কে ঠিক করে, এই পাওয়াকে
বুঝতে গিয়েই, ধাঁধাঁয় পড়ি
চাইনি যেটা, সেটাই থাকে সাথে|


কে কার সাথে, যায় যে জুড়ে
জোড়ার আগে, জানাই যায় না
কিছু কিছু, হয়ত জানাও যায়...
জেনেই যাকে, পেলাম পাশে
আসে কি সুখ, তাতেই বেশী
প্রশ্নবোধক চিহ্ন এসে যায়|