কোথায় সূর্য কোথায় চন্দ্র
এমন প্রশ্ন হয় না
ধরেই নিয়েছি সূর্য উঠবে
চন্দ্রও হারাবে না|
পৃথিবীতে বাস পৃথিবীর দাস
করছি না আমি দাবী
এরা আছে তাই, আমরা যে বাঁচি
তেমন করে কি ভাবি!
কেন যে সূর্য, সকলেই জানি
চন্দ্রমা নয় অজানা
দখল করেছি পৃথিবী পৃষ্ট
এটাই কি নয় ঘটনা!
অরুন আর শশী, আছে বহু দুরে
ধরা ও ছোঁওয়ার বাইরে
যে থালায় খাই, সেই থালাতেই
করছি যে ফুটো ভাইরে|
বসুধা কাছেই, শুধু কাছে নয়
লেগে আছি তার সাথে
এটাও আমরা ধরেও নিয়েছি
করা যায় ক্ষতি তাতে|
কোথায় ও কেন, কার অবস্থান
এই জিজ্ঞাসা ন্যায্য
কেন বা কোথায়, জানা বা অজানা
করি কি তাদের গ্রাহ্য!
যার কোলে আছে, আজ আশ্রয়
তার যত্নের প্রয়োজন
সে হলেই মৃত, কোল যে হারাবে
শেষ হবে সব আয়োজন|
দিতে তো হবেই, প্রকৃতিকে মান
অস্বীকার কি করবে!
তা না হলে প্রাণ, হবেই লুপ্ত
অনন্তর কি ভাববে!