অনেক কিছুই, অনুমান করি
সাজিয়েও তুলি, অনেক ভাবনা...
কল্পনাতেও, কিছু কম নেই
সব কবিতায়, এসে বাঁধে দানা|


একটা শব্দ, বা এক পংক্তি
এসে যায় মনে, কখন জানি না...
সেটা লিখলেই, ডাক এসে যায়
আরো পংক্তিকে, লিখতে ছাড়ি না|


বিখ্যাত কবি, কখনোই নই
বিখ্যাত হতে, এ মন চায় না...
নিজের লেখাতে, নিজের তৃপ্তি
কাড়তে আমার, ইচ্ছা হয় না|


লিখতে লিখতে, নেশা হয়ে গেছে
এ এমন নেশা, তুলনা হয় না...
এমন নেশাতে, কারো ক্ষতি নেই
পরোয়া করি না, সমালোচনা|


লেখার জন্ম কবে যে হয়েছে!
নিশ্চিত কিছু জানা তো যায় না...
লেখা জন্মেছে, সেটাই খুশীর
ভাবছি, লিখছি, করি না গণনা|


বাঙালির ঘরে, জন্ম হয়েছে
সৌভাগ্যের, নেই যে সীমানা...
লিখি বাংলায়, ভাবি বাংলায়
আর কি চাইব, নিজেই জানি না|


লিখি বা না লিখি, দায় কিছু নেই
দায় তো মনের, পারি না বকতে...
লিখতে তো পারি, অসুবিধা কই!
মনকেও পারি, শান্ত করতে|


লেখা হয়ে গেছে, সুন্দর সাথী
বন্ধুর মতো, সাথী সে তো নয়...
নির্বাক থেকে, দেয় যে সঙ্গ
এমন সাথীকে, ছাড়াই না যায়|


অনুক্ষণ ঘোরে, ভাবনা মাথায়
টুকড়ো কাগজ, থাকে পকেটেই...
একটা পংক্তি, কিংবা শব্দ
আসলেই মনে, লিখি কাগজেই|


অবসরে সেই, পংক্তি, শব্দ
আরো ভাবনার, খাদ্য খোরাক...
তাই তো চাওয়ায়, পেয়েও যাচ্ছি
এটাকেই বলি, ভাগ্যের ডাক|