যাওয়ার ইচ্ছা অনেক অনেক
তা হলেই কি যেতে পারি!
ইচ্ছার সাথে সংযমের দ্বন্দে
হয় নতুন আদেশ জারী|


কখনও যখন ডাক আসে
দূর থেকে হাওয়ায় ভেসে
এক প্রান্ত রোদনে নেভায়
ধিক ধিক জ্বলে ওঠে আগুন
আমি ছুড়ে দিই
ভালবাসার এক আকর্ষ তুণ|


সময়ের ডাকঘর
অদৃশ্য সন্দেশ নিয়ে
যাওয়া আসা করে|
বেঁচে থাকে প্রেরণার গতি
নিস্তব্দ অন্তর
বারেবারে করেও মিনতি|
আর নয় আর নয়
এবার চলো যাত্রা করি
অজানা ঠিকানার তরে-
ইচ্ছাকে রেখো না বেঁধে
নিশ্চল কোঠরে|
তুমিও এসো ওপর থেকে
মাঝপথে নতুন ঠিকানা গড়ি|