কাছে পেতে চাও, ধরেই আনো না
আনছে না কেন, সেটাই বলো না!
সাহস বিহীন তোমার যে মন
ইচ্ছেগুলোর, কোরো না যতন|


শুধু ইচ্ছাতে, পাওয়াই যায় না
কাছে আর হাতে, কোনটাই নয়
কিছু একটা তো করতেই হবে
সাহস বা কাজ, একটাতে হয়|


পাওয়া নিয়েই তো, জীবন চলছে
না পেলেই, এই জীবন থামছে
কাছে পেতে চাওয়া, অন্যায় নয়
পাবে কি পাবে না, বলাও না যায়|


ইচ্ছে তোমার ইচ্ছে আমার
ইচ্ছে হওয়াটা, নয় অবিচার
ইচ্ছে পূর্ণ, কার কি যে হবে!
ভবিষ্যতেই, সেটা জানা যাবে|


তুমি পেতে চাও, কোনো মানুষকে
জিনিস তো নয়, ভাবো না সেটাকে
মনের মিলেই, এই পাওয়া হয়
আর তা না হলে, সাহসের জয়|


সাহস থাকলে, এগোতে পারবে
মনের মিল কি, এগোলেই হবে!
হয় হবে, নয় সেটাও হবে না
তখন এ পাওয়া, ভুলেই থাকো না|


যা কিছু চাইব, পেতেই কি হবে!
এমন ভাবনা, রাখি না গরবে
তুমি যা ভাবছ, তোমার ভাবনা
তার মাঝে আমি, ঢুকতে চাই না|


অনেক মানুষ, চলে আসে পাশে
তাতেই কি আর, হয়ে যায় পাওয়া!
এ পাওয়ার, ধারণাতে ভালবাসা
এই পাওয়াতেই, সুরে গান গাওয়া|
সুবীর সেনগুপ্ত