জীবনের মূল


শুধু চাইলেই, পেয়ে যেত যদি
সকলেই ভালবাসা...
তবে তো চিন্তা, থাকত না আর
মিটে যেত সব আশা |


ভালবাসা, এই জীবনের মূল
সেটাই হয়েছে ধারণা...
এই ধারনাতে, কেন যে ডুবেছি
ব্যাখ্যা করাও যাবে না |


তোমরা কি ভাবো, এরকম  করে!
জানতে চায় এ মন|
কি সেই ইচ্ছা, যা টেনে রাখছে
চলার প্রতিটি ক্ষন!


কাজ পেয়ে থাকে, খুব গুরুত্ব
কাজ এনে দেয় ধন|
জীবনের মূল, হবেই কি কাজ!
মানতে পারে কি মন!


প্রিয় খাবারের, রকমারি স্বাদ
তাও হতে পারে মূল|
খুব আরামেই, জীবন কাটানো
বললে কি হবে ভুল!


যেটাকেই ভাবি, জীবনের মূল
খারিজ করে এ মন|
কীসে হয় বেশী, আনন্দ সুখ!
কি যে হবে তপোবন !


নতুন প্রানের, সঞ্চার হয়
জীবন থামেনা মরণে|
আছে কি কারণ, যাতে সঞ্চার
হয় প্রাণ এই ভুবনে!


কাজ করলেই, এসে যায় ধন
এমন ভাবনা ভুল|
কাজ না করেও, এসে যায় ধন
তাতেও বাঁচে না কূল|


পোশাক খাদ্য, ভালো চাই কেন!
ভাবনাটা আসে জীবনে|
হয়ত বা বেশী, আনন্দ সুখ
এসে যাবে পরানে|


পোশাক খাদ্য, এ রকম সব
যদি এসে যায় কবলে...
সন্তুষ্ট কি, হব নাকি তাতে
হব না, এ মন বলে|


বেশী কিছু নেই, আছে ভালবাসা
আসবে কি তবে তৃপ্তি !
কারো আসবেই, আর কারো নয়
যে মনে যেমন দীপ্তি |


অনেক কিছুই, চেয়ে চেয়ে যাই
কিছু তার আছে প্রয়োজন...
সেই প্রয়োজনে ভালবাসা মিশে
গড়েই তুলবে তপোবন |