বিবাদ অনভিলাষ
বিবাদ বেসুর টানে
কেড়ে নেয় সব হাসিখুশী
বিবাদ দেয় না সুখ, বিবাদ জ্বালায় অহর্নিশি|


মিত্রতার পথে বিবাদ
শত্রুতার প্রথম রাত
সন্তর্পনে সৃষ্টি করে বিভেদ
বিবাদ গুণহীন, বিবাদ অশনিসংকেত|


বিস্বাদে ভরা বিবাদ
বিবাদের আর্তনাদ
ঐক্য সময় ভাঙে খানখান
বিবাদ সুরহীন, বিবাদ ভরায় মহাশ্মশান|

বিবাদ নামেতে অন্ধ
সংঘাত, কলহ, দ্বন্দ
বিবাদের শুরু নমনীয়
বিবাদ মানে না বাধা, বিবাদের অন্ত অসহনীয়|


বিবাদ লালিত্যহীন
বিবাদে বাজে না বিন
বিশ্বাস হারায় চিরতরে
বিবাদে কোথায় লাভ, বিবাদ ভাসায় অন্ধকারে|


বিবাদের থেকেই দূরে
যেতেই তো হবে সরে
বিবাদ হোক না একটা শব্দ
অবজ্ঞা করেই, বিবাদকে করা যাবে জব্দ|