দৃষ্টির গভীরে গিয়ে মিলিয়ে দাও তার সাথে
অনন্ত ভাবনার তারগুলো...
উদ্ঘাটন হয়ে যাক কল্পনার,
ফুটে উঠুক অসংখ্য শব্দের ফুলগুলো|
সেই বাগান থেকে তুলে নিয়ে
ইচ্ছে মতন পছন্দ করা সব শব্দ...
গড়ে তোলো শত শত শব্দের বৃক্ষ...
সৃষ্টি হবে সুবিশাল অরণ্য
যাতে থাকবে অন্তর্হিত কবিতার ভাব|
এই কি চাওনি তুমি লিখতে কবিতা!
লিখে ফেল যত খুশী...
শেষ হয়ে যাবে অনুশোচনার দিন|
তোমারও হয়ে যাবে কবি পরিচয়
নিরন্তর পেয়ে যাবে তৃপ্তির আলয়|