কত শত শত রাত চলে গেছে
দিনও চলে গেছে তত পরিমান
কথার আদান প্রদান হয়েছে
তারও পরিমান অনন্ত মান |


কি বিষয় বাকি আছে বলবে কি !
আমি খুঁজে খুঁজে কিছু পাচ্ছি না
কেন যে এখনও কলহ  চলছে!
আমি তো ভাবছি, তুমিও ভাবোনা|


দুই ভাবনাতে তফাত থাকলে
দুজনেই ভুল, দুজনেই ঠিক
এ পরিস্থিতি ভীষণ জটিল
অসফলতার পূর্ণ প্রতীক|


এ প্রতীক ভেঙে ফেলব ভাবছি
আছে সম্মতি এই ভাবনায়!
যদি আপত্তি পেশ করো তুমি
বুঝব প্রতীক স্থায়ী আঙিনায়|


আরো শত রাত থাকব কি সাথে!
এতেও তো চাই যৌথ প্রকাশ
ইচ্ছার বিপরীতে চলে গেলে
আরো শত রাতে হবই নিরাশ|


দুজনের ভুল, তর্ক হয় না
হয় যেটা সেটা খোলা মনে কথা
মনে বিস্বাদ আনবে বিষাদ
এই কামনায় খুড়ঁব কি মাথা!


আর কত রাত আছে আমাদের!
কখনো কি মনে এসেছে এ কথা!
কাটাতেই যদি হয় আরো রাত
থামাতেই হবে কলহ বিবাদ|


আমাদের মন দুই মেরুতেই
ছিল না এমন প্রথম প্রথম
কেন বদলাল, আর কি ভাবেই!
চাই না খুড়ঁতে অতীতের ভ্রম|


হয় না আবার ফিরে চলে যাই
অতীতের ঘরে সব কিছু ভুলে!
মেয়াদের ঘরে বেশী রাত নেই
নাও না আমায় তোমার আঁচলে|