তুমি শিল্পী
তুলিতে লাগানো রঙ টেনে টেনে
এঁকেছ কতই দৃশ্য...
নব নব শত সৃষ্টি তোমার
হওনি তো তবু নিঃস্ব|


গগনচুম্বী শুভ্র পাহাড়
বিস্তৃত ক্ষেত ঋতুর বাহার
দূর দিগন্ত মরুভূমি চর
করে নাও অনুধাবন...
ভাবের পাতায় এঁকে নাও তুমি
বিচিত্র এই ভুবন|


অস্ত্রের সাজে সজ্জিত নও
তুলিতে তোমার শক্তি...
দৃঢ় মনের সরল চেতনা
ফুটে তোলে অভিব্যক্তি|


সুখ ও দুঃখ রাগ অভিমান
ঈর্ষা ও ক্রোধ বিরহের তান
মিলনের হাসি অক্ষয় হয়ে
ভরে যায় তব লিপি...
শাশ্বতকালে অব্যয় হয়
তোমার কীর্তি, শিল্পী|