মম গৃহ মম মন্দির...
তারই মাঝারে ভাবনার দোলে
মম চিত্ত চপল গম্ভীর|


মম সাধনার স্থানে
ধ্যানের বাগানে
এক মনে আমি জাগিয়েছি প্রাণে
অনন্বয় আর ঔন্নত্য
দূরে সরিয়েছি দম্ভ...
আমি নিজেকেই নিয়ে আপন বলয়ে
গঠন করেছি স্তম্ভ|


শঙ্খ নিনাদ ভরিয়ে পরানে
শয্যার পাত তুলি...
অতি প্রত্যুষে গেঁথেই শেফালী
গড়ি অনুপম শেলী|


তোমাকেই রেখে মম সম্মুখে
আবিষ্ট রাগ প্রভাতের মাঘে
চার দেওয়ালের ছোট্ট জগতে
দুই দেহ জনারণ্য...
আমি শান্ত, আমি নিষ্ট
আমি ভালবাসায় মগ্ন|