সে এসেছিল আমার কাছে
অনেক বছর আগে|
তারিখটা তো মনে নেই
তবে স্মরণে নিশ্চয়ই আছে
তার সেই ব্যাকুল দৃষ্টি|


জানাই ছিল মেয়াদ একটি দিন|
সেই প্রথম আমি
স্বইচ্ছাতে ঘুমোইনি আটপ্রহর|
সেই প্রথম আমি
নিয়েছিলায় অশ্রুর নোনা স্বাদ|
সেদিনই তো প্রথমবার
আমার শরীর মিশেছিল
ওর শরীরের সাথে|
শুনেছিলাম প্রথমবার
একটি হৃদয়ের ধ্বক ধ্বক শব্দ|


অষ্টপ্রহর শেষ হল...
শেষ হল না আমার জীবন|
সেই একটি দিনের অভিজ্ঞতা
আমায় দিল পূর্ণ মানবের স্বীকৃতি|
স্বীকৃতির সেই শক্তি
আজও আছে আমার পাশে...
তাই দেখাতে চাই তোমাকে|
এসো আমার কাছে
শুধু আর একটি বার|