যে বোধ ছিল না, সে বোধ হয়েছে
মন শান্তির স্পর্শ পেয়েছে
আর হারাবার ভয় নেই|
যে আশা সেদিন জড়িয়ে থাকত
আজ সহজেই আলগা হয়েছে
থাকে বা না থাক, দায় নেই|


যে সাধ ছিল না, সে সাধ জেগেছে
ছোট্ট সাধেই, এ মন ভরেছে
বড় সাধগুলো আড়ালেই|
যে কথা লাগত খুব সাধারণ
আজ সে কথাই প্রধান হয়েছে
ভাবনা যাচ্ছে এগিয়েই|


যে সততা ছিল পরিধির পারে
আজকে কেন্দ্রে জাঁকিয়ে বসেছে
মিথ্যের আর স্থান নেই
যে ধ্যান ছিল না, সে ধ্যান এসেছে
একাগ্রতায় ভাবনা ভরেছে
সংশয় গেছে হারিয়েই|


যে ভাষা ছিল না, সে ভাষা পেয়েছি
লিখতে চাইলে, লিখতে পারছি
আনন্দের আর সীমা নেই|
যে মন ডাকেনি, সে মন ডাকছে
বাস্তব নিয়ে চিন্তা খেলছে
সমাধান সব সহজেই|


যে আমি ছিল না, সে আমিতে আমি
সহন করার ক্ষমতা বেড়েছে
সুখ নিয়ে থাকি অল্পেই
যে জীবন ছিল, সেটাই চলছে
কিছু পাল্টিয়ে ভাল কি হয়েছে!
মনে তো হচ্ছে, ঠিক তাই|