শয়নে স্বপনে আধো জাগরণে
দেখেছি তোমায় মুদিত নয়নে
ঘন অরণ্যে শীতল ছায়ায়
তুষারাবৃত শুভ্র পাহাড়ে
তমসাবৃত রাত্রিতে কোলে
দীর্ঘ ঊর্মিমালার দোলে
অন্তবিহীন নীলাকাশ মাঝে
দেখা দিয়েছিলে অপরূপ সাজে
প্রাণে মোর তুমি জাগিয়েছিলে
একটি বীণার সুরভিত তান
সে তানের সুরে চলছে জীবন
নিয়ে আনন্দ জয়গান|


মস্তক হতে পদতলে মোর
জড়িয়েছিল তানের সে সুর
ভরে গিয়েছিল প্রেরণায় মন
আবেগবৃত হয়েছিল তন
সময়ের সেই দিনগুলো মনে
গাঁথা হয়ে আছে আমার স্মরণে
এঁকেছি তোমায় শুভ্র তুলিতে
হাজার স্বপ্ন আমার ঝুলিতে
স্বপ্নের মাঝে স্বপ্ন বিলাসে
পূর্ণ হয়েছে আমার আশা
জড়িয়েই আছি মুক্ত চেতনা
সাথে নিয়ে একরাশ ভালবাসা|