এই মাটিতেই পেয়েছি এক অসাধারন জীবন
জন্মভূমি আমার তুমি, মানব তোমার বিধান|


তোমার শ্যামল কোমল কোলে অসীম ভালবাসা
তোমার ধরায় কলকোলাহল, অনন্য এক ভাষা|


চাতক কোকিল কোয়েল ডাকে মিষ্টি মধুর সুরে
আকাশ জুড়ে হাজার হাজার বলাকারা ওড়ে|


কাঙাল অনাথ গরীব আমীর সবাই তোমার ধন
একর একর গহন বিপিন, প্রাণীদের বিচরণ|


পেখম তুলে ময়ূর নাচে, গর্ব ভরা চাউনি
বাজিয়ে বেণু রাখাল তোলে আবেশ করা ধ্বনি|


এমন জাদু তোমার জলে, হাওয়ায় এমন ঘ্রাণ
পঞ্চেন্দ্রিয় থাকছে জেগে, বার্ধক্যেও যৌবন|


এই মাটিতেই আমরা আছি, সবাই সবার তরে
বিষাদ ভুলে, ভাসছি সবাই হাসির জোয়ারে|


সুফলা এই মাটির ফসল, অমৃতেরই সমান
জন্মে সবাই এই মাটিতে, নই কি ভাগ্যবান!


এই মাটিতেই পাচ্ছি আমরা, সাম্যতারই গন্ধ
কাটছে জীবন সহজভাবে, নিয়েই শুধু ছন্দ|


মোদের রঙ্গীন স্বপ্নগুলো, সব এই মাটিতেই
স্বপ্ন সাকার হয়েও যাচ্ছে, তাও তো সহজেই|


এমন মাটি সবার সেরা, ভাবনাটাকি ভুল!
আবার যেন মাখতে পারি, এই ভূমিরই ধুল|


তোমার কোলেই পালন,  তুমি আমাদের মা
গর্ভধারিনী মায়ের সমান, নও শুধু উপমা|