অন্তকে আমি করি না তো ভয়
অন্তকে করি স্বাগত...
বুঝতে পেরেছি অন্ত হলেই
পেয়ে যাব অনাগত|


কি করে রাখব অন্তকে দূরে!
সব কিছুতেই অন্ত...
অন্তকে ভালবেসেই ফেলেছি
হলেই তো মন শান্ত|


প্রাণ নিষ্প্রাণ সব হয় শেষ
কিছু নয় চিরস্থায়ী...
ভাল বা মন্দ কিছুই কি হয়
এই পৃথিবীতে স্থায়ী!


অন্তের সাথে জুড়ে দিলে আয়ু
হবে কি ভীষণ ভুল!
আয়ু অনুযায়ী আসবে অন্ত
ফুটবে নতুন ফুল|


অন্ত ছাড়া কি কাজ হয় কোনো!
অন্তই আনে সূচনা...
অন্ত না হলে থেমে যেত সব
কিছুই যেত না জানা|


শুরু হলে শেষ, শেষ হলে শুরু
এটাই বিধান নয় কি!
খেলা আরম্ভ যখনি হোক না
অবসানে আছে ভয় কি!


শুধু উদ্ভব হতেই পারে না
হবেই সংকোচন...
বলাই তো যায় জন্মকে শুরু
মৃত্যুই শেষ আবরণ|


ব্রহ্মাণ্ডের সূচনা কি জানি!
জানব কি করে অন্ত!
এই প্রহেলিকা থাকবে গোপন
মেনেছি এই সিদ্ধান্ত|