দুটি প্রাণে জেগেছিল চঞ্চলতা
দুটি মন মিশেছিল অতলে
অন্তরের গভীরতায় কেটেছিল দাগ
দোষ, গুণ, ছিল শুধু  আড়ালে|


সব কাজে লেগেছিল নেশা
নিরাশার ছিল নাকো স্থান
উচ্ছলতায় ভরা ছিল দিনরাত
পূর্ণ ছিল যৌবনের বাগান|


ক্লান্তির দেখা পাওয়া ছিল ভার
অশান্তির হয়েছিল অন্ত
ভাবনাতে এসেছিল পূর্ণতা
দিন অন্তে ছিল সব শান্ত|


রিক্ততার হয়েছিল অবক্ষয়
অবিচ্ছিন্ন ছিলাম মোরা দুজন
খুশীর জোয়ারে মাতোয়ারা
হয়ে কেটে যেত প্রতিক্ষণ|


অতীতের ঘরে জমা দিনগুলি
ভেবে হয় মন উজ্জীবন
সত্য নয় তোমার শূন্যতা
সত্য ছিল তোমার বর্তমান|


আজ তুমি দিগন্তের পারে
রেখে গেছো খালি কিছু স্মৃতি
তমসায় ভরে গেছে দিনগুলো
সব কাজে রয়ে গেছে বিরতি|