আশংকা ছিল
যদি তোমায় না পাই!
তবে কি আলোর মধ্যেও
দেখব আঁধার!
হলেও আঁধার, দেখব আলো
তোমার লেখা ছোট্ট ছোট্ট হরফগুলোয়|
মন্বান্তরে মিলিয়ে যাওয়া
ক্ষীণ প্রাণের ফিরে আসার মত
তোমার চিঠি আমায় দেবে
অনেক আশায় আরও একটি আশা...
আমার সুখী মনকে নিয়ে যাব
তোমার পাশে তৎক্ষণাৎ|
শরীরের ব্যবধানে, মনের মিলনে
মাতব নতুন এক উত্তেজনায়...
চিন্তা দিয়ে জুড়ে দেব দূরত্ব|
কল্পনার সেতু তৈরী করে পাড়ি দেব
তোমার উদ্দেশ্যে|
ঘন কুয়াশায় আকাশহীন পৃথিবীতে
দিগ্বিদিকহারা হয়ে মগ্ন হব
ভালবাসার বিলাসিতায়|