ভালবাসা কেন দেবেই দুঃখ!
কেন কেড়ে নেবে সুখের স্পর্শ!


ভালবাসা যদি যাতনায় ভরা
থাকবই বেঁচে ভালবাসা ছাড়া|


ভালবাসা চায় ভালো এক বাসা
ধন দৌলতে নাও হোক ঠাসা|


ভালবাসা যদি অহরহ তান
সে ভালবাসাকে নয় সন্মান|


ভালবাসা কোনো শর্ত মানে না
মিথ্যের ভার সইতে পারে না|


ভালবাসা যদি ছল ভরা কথা
সে ভালবাসায় নেই মাথা ব্যাথা|


পুন্য হয় না ভালবাসা স্নানে
ফুটেও ওঠে না ভালবাসা গানে|


ভালবাসা যদি এটা হলে ওটা
তবে ভালবাসা নকল বারতা|


চায় না কি ভালবাসা স্থান কাল!
চাইলে, জড়াবে শর্তের জাল|


ভালবাসা চায় স্বাধীন প্রবাহ
সহজ সরল আর অহরহ|


ভালবাসা নয় তীর্থের কাক
নয় পুন্য বা পাপ চাক চাক|


ভালবাসা হল স্নিগ্ধ কামনা
সীমানাবিহীন মনের বাসনা|


ভালবাসা হোক সময়ের ধারা
হোক নিশ্চুপে কথার ফোয়ারা|


ভালবাসা নয় চোখে চোখ ছোঁয়া
অনুভূতিতে ভালবাসা পাওয়া|


ভালবাসা হল সুক্ষ বেদনা
যা নয় শরীর, মনের কামনা|


ভালবাসা কেন আসবে ও যাবে!
যাওয়ার পথটা কেন না হারাবে!


ভালবাসা কোনো ভুল কাজ নয়
এ জীবনে ভালবাসাতেই জয়|


ভালবাসা শুধু ভালবাসা হোক
ভালবাসাতেই ভরুক ভ্যূলোক|