আমার তৃষ্ণা মেটাতে পারো না!
হতে কি পারো না বরষা!
কনকনে শীতে আমার কষ্টে
হয়েই যাও না ভরসা|


তুমি না মেটালে আমার তৃষ্ণা
থাকব কি তৃষ্ণার্থ!
হয়ত বা তাই, নাও হতে পারে
ভাবনাটাই নিরর্থ|


আমার তৃষ্ণা কি ভাবে মিটবে!
আমার ভাবনা নয় কি!
ভাবনার মাঝে তুমি এসে যাও
সেটাই কি ভুল হয় কি!


আমার তৃষ্ণা আমার জীবন
তৃষ্ণা নিয়েই অভিযান
পথ হেঁটে হেঁটে সময় পেরিয়ে
তৃষ্ণাও পায় সন্মান|


আমার তৃষ্ণা মিটে যায় যদি
সেটাই তো হয় ভয়
তৃষ্ণা যে আনে চেতনায় রঙ
এতে নেই সংশয়|


তুমি কি মেটাবে আমার তৃষ্ণা!
মিটলে কি পাব শান্তি!
আমার তৃষ্ণা থাকলেই বেঁচে
চলতে আসে না ভ্রান্তি|