মন্দ একটি তারাকে খুঁজেছি
খুঁজে যে পাব না সেটাও বুঝেছি|
মন্দ একটি তারা যদি পাই
থাকবে কি সাথে সেই তারাটাই!


মন্দ একটি তারা এসেছিল
শরীর জড়িয়ে ভালবেসেছিল|
মন্দ তারা কি আবার আসবে!
ভালবাসা দিয়ে এ মন ঢাকবে!


মন্দ তারাটা এসেছিল যদি
থাকতে পারত মরণ অবধি|
মন্দ তারাটা না বলেই গেল
প্রশ্ন করার সুযোগ হারালো|


মন্দ তারাটা রেখে গেছে পাশে
কিছু তো একটা থেকে থেকে হাসে|
মন্দ তারাটা ছিল অনাহুত
এসে তো করেনি আমাকে আহত|


মন্দ তারাটা ভাব তো করেনি
কি করে করবে! বেশী যে থাকেনি|
মন্দ তারাটা ছিল ঝিলমিল
উড়ে গেল যেন আকাশের চিল|


মন্দ তারার কোথায় ঠিকানা!
না কি যাযাবর! ভরসাই ডানা|
মন্দ তারাটা মন্দ কি ভালো !
আমার কাছে তো উজ্জ্বল আলো|


মন্দ তারাটা কেন যে নিভেছে!
উত্তরটাও তার কাছে আছে|
মন্দ তারাটা মন্দ কি করে!
চলে গেছে তাই মন্দের ঘরে!


মন্দ তারাটা আর কি পাব না!
এখনো জীবিত আমার ধারণা|
মন্দ তারাটা এটা কি জানবে!
নাও যদি জানে, এ মন বুঝবে|