আসো না আজকে একসাথে পণ করি
যে প্রতিজ্ঞা খেলবে না লুকোচুরি|
আসো না আজকে একসাথে করি কাজ
যে কাজে লজ্জা করবেও না বিরাজ|
আসো না দুজনে মেলাই দৃষ্টি নয়নে
পরস্পরের দৃষ্টিতে ভাসি স্বপনে|
আসো না আজকে আনি স্পর্শতে স্পন্দন
যাতে মনে জাগে অদ্ভুদ এক শিহরন|
আসো না উভয়ে নীরবেই হই চঞ্চল
দীর্ঘ মেয়াদী কর্মকে ধরি অনর্গল|
আসো না আজকে করি তফাৎকে খুন
দুজনেই খুঁজি শুধু অবিরত গুণ|
আসো না আজকে সাথে সাথে করি চেষ্টা
বুঝে নিই এই জীবনের শুরু শেষটা|
আসো না আজকে যুগপৎ দেখি উষা
পুন্য লালের মাঝে খুঁজে নিই দিশা|
আসো না আজকে তৃপ্তিকে মানি সাথী
প্রতিদিন করি ছোট্ট চড়ুইভাতি|
আসো না আজকে মিলেমিশে ভাঙি দ্বন্দ
আহরণ করি জীবনে সব আনন্দ|
আসো না পরানে গড়ি এক সাথে ছন্দ
তাল সুর লয়ে দূর করি প্রতিবন্ধ|
আসো না যুগলে করে নিই শেষ পণ
একে অপরকে ভালবাসি অনুক্ষণ|