তোমার জন্য কত আনন্দ!
ভাবনায় এসে যায় বারবার
না জেনেও আমি বলে দিতে পারি
ঠিক ততটাই যতটা আমার|


কীসে আনন্দ তোমার যে হয়!
তার অনুমান করে নিতে পারি
পরিমান একই, সেটা বিশ্বাস
ভুল হলে, কেউ পড়াবে না বেড়ি|


যদি আনন্দ সম পরিমান
হবে কি দুঃখ বেশী আর কম!
আমি মনে করি সমান সমান
হয় যদি হোক ভাবনায় ভ্রম|


আনন্দ আর দুঃখ জুড়লে
তবেই পূর্ণ হয় এ জীবন
শুধু আনন্দ কিংবা দুঃখে
জীবন বোঝে না কোনোটার মান|


দুঃখের মাঝে আছে আনন্দ
চাইলেই মন খুঁজে নিতে পারে
তেমনি দুঃখ আছে আনন্দে
তাও তো এ মন ঢেকে দিতে পারে|


কেউ যদি থাকে বেশী আনন্দে
কি কারণে, সেটা খুঁজতে চেয়ো না
কারণ ছাড়াই হয় আনন্দ
মনের গভীরে ঢুকেই দ্যাখো না|


কি যে আনন্দ, আর কি যে নয়!
এই ভাবনায় সমাহিত মন
এর রহস্য ভেদ করা গেলে
অভাব হবে না আনন্দ ক্ষণ|