বুকের মধ্যে করছে খেলা হরিৎ-ক্ষেত্র
দৃষ্টিতে তাই শুধুই সবুজ লাগছে
যাকেই দেখি, পাচ্ছি খুঁজে উচ্চাঙ্গের ছোঁয়া
সব প্রতীক্ষা ভাবনাতে হারিয়েছে|


জীবন আমার, সেই তো তোমার মতন
তোমার আমার যত্ন কি এক, নয় কি!
কারো অগোচরে নেই কোনো কিছু মন্দ
এ জীবন হোক পরিতৃপ্ত, ভাবিনা কি!


নানাবিধ সব মনের মালিক আমরা সবাই
বিসদৃশ রঙ দিয়ে ভরা সব মন
কোথাও হরিৎ-ক্ষেত্র, কোথাও মরুভূমি
ধূসর বালিতে সবুজের নেই স্থান|        


একটি মগজ তোমার আমার শরীরে
হৃদয় একটি, তাতেই সবার মন
বানিয়ে নিলেই মনটা হরিৎ-ক্ষেত্র  
দুই নয়নেই ফুটবে সবুজ বন|