যাব যাব করে কেন যে এতই উতলা!
যেতে তো হবেই একদিন, তা তো জানো
চলে গিয়ে তুমি কোরো না আমায় রিক্ত
তুমিও তো হবে শূন্য, এটা কি মানো!


আমি দুর্বার, এমন তো মনে হয়নি
তুমি দুর্বার হতে পারো, তাও ভাবিনি
সময়ের সাথে সব হয় পরিবর্তন
তাই কি হয়েছে! বলে দাও, আমি শুনি|


সত্যি কি তুমি এতই ব্যাকুল, বলোনা!
গেলে তো যাবেই, অধীর হয়ো না তুমি
এস কথা বলি, কারণে প্রবেশ করি
স্মরণেও আনি অতীতের কিছু ভূমি|


একদিন তুমি, আমার জীবনে ছিলে না
সেদিন ছিল না, আমার জীবন রিক্ত
বলছি না আমি, সেদিন ছিলাম পূর্ণ
সেদিন তোমার অভাবে হইনি সিক্ত|


যা ছিলাম আমি, তা তো প্রসঙ্গ নয়
তুমি এসে, ভরে দিয়েছিলে মোর প্রাণ
আশায় ছিল না পূর্ণতা, তাই পেয়েছি
চলে গেলে, তার নিশ্চিত অবসান|


এত বিহ্বল, কেন তুমি এত ক্ষুব্ধ!
হয়েই যাও না, ধীরস্থির আর শান্ত
স্থিতিশীল নয়, এই জীবনের মন
অযথাই ভেবে কোরো না মনটা ক্লান্ত|


কবুল করছি, তোমাকেই আমি চাই
আমি যে তোমার, নেই কোনো সন্দেহ
যদি প্রয়োজন, বদলাতে কোনো ধারা
বদলেই দেব, তাতে আছে আগ্রহ|


তোমাকে পেয়েছি, আনুপূর্বিক জেনেছি
আমি খোলা চিঠি তোমার সামনে, নই কি!
এখনো যাও নি, আরও একবার ভাবো
সেই নির্ণয়, না মানার পথ থাকে কি!