সেই দুটি চোখ
আজও চেয়ে বসে আছে
জনস্রোতে আবরিত পথ পানে|
যায় না এমন দিন
খোঁজে না সেদিন
মনপটে এঁকে রাখা শুধু এক মুখ
যেই একমাত্র দিতে পারে পূর্ণ ভালবাসা|
দুটি যুগ হয়েছে তো শেষ...
যৌবনের স্মৃতিগুলো ভেসে আছে মনে...
বোধ হয় যুগ নয়
দুটি দিন হল|
এঁকেছিলে দুই ওষ্ঠের অন্তিম চুম্বন
সেই কালো দিনে...
যেদিন উজ্জ্বল ছিল বসন্তের তানে...
পরিণতি হল তার রোদনের গানে...
আমার জীবন থেকে বসন্তের হল অন্তর্ধান|
তুমি নেই! তুমি আছো!
জানি না তো|
শুধু বিশ্বাসের ছায়াগুলো
মাঝে মাঝে প্রাণবন্ত হয়ে
হারিয়ে যায় তমসের অতলে...
এক আশা বেঁচে থাকে নিরাশার জালে|