আমার অরণ্যে
নেই কোনো তরুলতা
তাই ছায়া নেই কোনোখানে...
বসতে পারিনা আমি
ক্লান্ত হয়ে অবসাদে
অলীক স্বপ্নের সন্ধানে|


আমার সাহসে নেই
বন্য শক্তির রূপ
তাই নেই অবিচল গতি...
ঘুরতে পারি না আমি
খোলামনে খোলা প্রাণে
সর্বদাই হারানোর ভীতি|


আমার অভিধানে
শত্রুতার রূপ নেই
মিত্রতার ছায়া চতুর্দিকে...
তরু, পক্ষী, নদী, পর্বত
এই মন মগ্ন করে
নিয়ে যায় জলে, স্থলে, অন্তরীক্ষে|


আমার কথায় নেই
পাহাড়ী নদীর স্রোত
বহে আনে না তো মিথ্যা দ্বন্দ...
বলতে পারি না আমি
প্যাঁচ দিয়ে কথাগুলো
অভিনয়ে আমি চির অন্ধ|


আমার ভালবাসায়
খাদ নেই এতটুকু
কম বেশী আছে নিশ্চয়ই
যে মন বুঝতে পারে
সেই আসে মোর দ্বারে
আনন্দ জোয়ারে ভেসে যাই|